রবীন্দ্র-নজরুল স্মরণে নগরীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

0
359

তথ্য বিবরণী
রবীন্দ্র-নজরুল স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বৃহস্পতিবার রাত আটটায় নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। অনিকেত সাংস্কৃতিক সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলম। আলোচক ছিলেন অধ্যাপক (অব:) সুশান্ত সরকার। সংগঠনের উপদেষ্টা এ্যাডভোকেট আ,ফ,ম মহসীন এতে সভাপতিত্ব করেন। স্বাগত জানান সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ কামরুল ইসলাম বাবলু এবং অভিভাবক আবিদা আরিফিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদেরকে রবীন্দ্র-নজরুল চেতনায় উদ্বুদ্ধ হতে অভিভাবকদের এগিয়ে আসতে হবে। রবীন্দ্র-নজরুলের সাহিত্য চর্চার মাধ্যমে সমাজে শান্তি আনায়ন সম্ভব হবে। রবীন্দ্র-নজরুলকে হৃদয়ে ধারণ করতে হবে। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।