টাইমস ডেস্ক: রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ কাল। সকাল ৮টায় শুরু হয়ে ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচন সুষ্ঠু করতে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রগুলোয় পাঠানো শুরু হয়েছে নির্বাচনী সামগ্রী।
রংপুরে এবারই প্রথম দলীয় প্রতীকে মেয়র নির্বাচন হচ্ছে। প্রার্থী হয়েছেন সাতজন। ২১১ জন কাউন্সিলর এবং সংরক্ষিত আসনে ৬৫ জন প্রার্থীও থাকছেন প্রতিদ্বন্দ্বিতায়। ৩৩ ওয়ার্ডে প্রায় ৪ লাখ ভোটার ১৯৩টি কেন্দ্রে ভোট দেবেন। বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে ডিজিটাল ভোটিং মেশিন। বেলা সাড়ে ১২ টায় নগরের পুলিশ হল থেকে ব্যালট পেপার ও ব্যালট বাক্সসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী বিতরণ করা শুরু হয়। নির্বাচন সষ্ঠু করতে শহর জুড়ে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে টহল শুরু করেছে র্যাব, পুলিশ ও বিজিবি। সেই সঙ্গে মহাসড়ক ছাড়া শহরে ভারী যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রংপুরে ১০৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে প্রশাসন। কেন্দ্রগুলোকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।