যুবলীগ নেতা মরহুম গাজী এনামুল হক’র পরিবারের পাশে এমপি বাবু

0
271

শেখ নাদীর শাহ্,নিজস্ব প্রতিবেদক:

কপিলমুনি যুবলীগের তৃণমূলের পরিশ্রমী নেতা গাজী এনামুল হকের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে বুধবার (১১ আগস্ট) রাতে তার বাড়িতে যান খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য আলহাজ্জ্ব আক্তারুজ্জামান বাবু।

এসময় তিনি এনামুলের পরিবারের প্রতি খোঁজ-খবর নেন। এবং বিভিন্ন সময়ের স্মৃতিচারণ করেন। তিনি এনামুলের বাড়ির রাস্তাটি পাকাকরণপূর্বক তার নামে নামকরণের প্রতিশ্রুতি, এনামুলের প্রতিষ্ঠিত মসজিদের উন্নয়নে বরাদ্দসহ নানা প্রতিশ্রুতি দেন। এসময় এমপি এনামুলের কবর জিয়ারত ও তার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেন।

এসময় তার সাথে ছিলেন, খুলনা জেলা যুবরীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন বাবু, সদস্য শামিম সরকার, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বণিক সমিতির সদস্য সচিব,উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য জিএম আব্দুর রাজ্জাক রাজু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা ফরহাদুজ্জামান তুষার, উপজেলা আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি আওযামীলীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, কাজল কান্তি বিশ্বাস, পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিম মুস্তাফিজ বাচ্চু, ছাত্রলীগ নেতা আজমল হোসেন বাবু, ইমরান হোসেন, সাংবাদিক শেখ আব্দুস সালাম, এইচ,এম শফিউল ইসলাম, জিএম মোস্তাক আহম্মেদ,শেখ নাদীর শাহ্, ইউপি সদস্য ইউনুস আলী মোড়ল, জিএম হাসান ইমাম, এম মঞ্জুরুল ইমাম লিংকন, হারুন, দিপংকর, শাওন,বাক্কার গাজী, জিয়াউল প্রমূখ।

এরআগে এমপি ঢাকাস্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি রাশেদুজ্জামানের পিতার মৃত্যুতে তার প্রতাপকাটিস্থ বাড়িতে যান ও তার পিতার রুহের মাগফিরাত কামনা করেন। এসময় তিনি প্রতাপকাটির পানি নিষ্কাশনে দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।