যুবদলের ১১ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নিন্দা জেলা বিএনপির

0
293

খুলনা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ জাবির আলী ও যুবনেতা আইয়ুব আলী সহ ১১ নেতাকর্মীর জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নিন্দা এবং গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দ। বুধবার যুবদলের ১৩ নেতাকর্মী জামিনের জন্য নি¤œ আদালতে হাজির হলে আদালত ১১ জনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠায়।
জেলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে গণগ্রেফতার, নতুন করে মামলা দায়ের করে হয়রানি এবং রাজনৈতিক হয়রানিমূলক সাবেক মামলায় নতুন করে গ্রেফতার কিংবা কারাগারে পাঠিয়ে আওয়ামী লীগের জন্য মাঠ ফাঁকা করে দেয়ার কাজ করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। উচ্চ আদালত থেকে জামিন পাওয়া নেতাকর্মীরা সরকারের ইঙ্গিতে নি¤œ আদালত থেকে জামিন পাচ্ছেনা, তাদেরকে কারাগারে যেতে হচ্ছে।
বিবৃতিদাতারা হলেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, ডাঃ গাজী আব্দুল হক, গাজী তফসির আহমেদ, খান জুলফিকার আলী জুলু, এ্যাড. এমএ আজিজ, শেখ আব্দুর রশিদ, এস এম মনিরুল হাসান বাপ্পী, মোস্তফা উল বারী লাভলু, জিএম কামরুজ্জামান টুকু, আশরাফুল আলম নান্নু, শামসুল আলম পিন্টু, আলী আসগর, এ্যাড. একেএম শহিদুল আলম, মুর্শিদুর রহমান লিটন, ওয়াহিদুজ্জামান রানা প্রমুখ। বিজ্ঞপ্তি