যাত্রানুষ্ঠানের অনুমোদন দিয়ে শিল্পীদের বাঁচার সুযোগ দিন

0
318

বিজ্ঞপ্তি: বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেছেন, বিগত কয়েক বছর যাবত সংশ্লিষ্ট প্রশাসন যাত্রানুষ্ঠানের অনুমোদন না দেয়ায় যাত্রা শিল্পী, সংগঠক ও কলাকুশলীরা কর্মহীন থাকায় তাদের জীবিকার পথ রুদ্ধ হয়ে গেছে। ফলে এ শিল্পের সাথে জড়িত হাজার হাজার মানুষ আজ বেকার অবস্থায় মানবেতর জীবন যাপন করছে।

বিবৃতিদাতারা বলেন, এই দুর্বিসহ জীবন যন্ত্রণা অতিবাহিত করে যাত্রা শিল্পী কলাকুশলীরা চলতি যাত্রা মওসুমে আশায় বুক বেঁধে থাকলেও নির্মম পরিহাস তারা অতীতের মত আবারও দুর্ভাগ্য বরণ করতে চলেছেন। চলতি বছর দুর্গোৎসবের সময় থেকে নতুন করে যাত্রা শিল্পের মওসুম শুরু হয়েছে। কিন্তু পরিতাপের বিষয় যাত্রা শিল্পে আবারও সেই আগেকার দুর্যোগের ঘনঘটা। মওসুমের শুরু থেকে দেশের কোথাও যাত্রানুষ্ঠানের অনুমোদন পাওয়া যায়নি। এমতাবস্থায় আবারও অবর্ণনীয় সংকটের মুখোমুখি এসে দাঁড়িয়েছে যাত্রাশিল্প। শিল্পীরা দিশেহারা হয়ে পড়েছেন। এই সংকট থেকে যাত্রাশিল্প এবং শিল্পী কলাকুশলীদের বাঁচাতে অবিলম্বে যাত্রানুষ্ঠানের অনুমোদনের দাবি জানিয়েছেন যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা আরো বলেন, যাত্রার সাথে সম্পৃক্তরা ছাড়া দেশের প্রতিটি পেশার মানুষ খেয়ে পরে বাঁচতে পারছে কিন্তু যাত্রা শিল্পীদের জীবন জীবিকার প্রশ্নে দায়িত্বশীল কর্তৃপক্ষের উদাসীনতা আমাদের হতবাক করেছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাই যাত্রা শিল্পীদের বাঁচার সুযোগ দিন।

বিবৃতিদতারা হলেন, বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ খুলনা জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি এড. মেহেদী ইনছার, সাধারণ সম্পাদক পবিত্র সাহা, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন সহ-সভাপতি জলিল হোসেন বাবু, সহ-সভাপতি কাজি সোবহান, যুগ্ম সম্পাদক সমীর কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক এম, এ, লতিফ, কোষাধ্যক্ষ প্রশান্ত কুমার ব্যানাজি, সহ-সাধারণ সম্পাদক আয়নাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত শেখর কবিরাজ, সাংস্কৃতিক সম্পাদক আঃ কুদ্দুস. প্রচার সম্পাদক মিল্টন চক্রবর্তী, দপ্তর সম্পাদক মোঃ বেলাল হোসেন, মহিলা সম্পাদক তৃপ্তি রায় সহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।