বেল্লাল হোসেন সজল:
গতকাল শনিবার এইচএসসি পরীক্ষার পূনঃ নিরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। যশোর শিক্ষা বোর্ডে ১০৮জনের ফলাফল পরিবর্তন হয়েছে। গত ১৯ জুলাই ২০১৮ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়। এতে সারাদেশে গড় পাসের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। এর মধ্যে যশোর শিা বোর্ডে পাসের হার ছিল ৬০ দশমিক ৪ শতাংশ।
এইচএসসি পরীক্ষার পূনঃ নিরীক্ষা জন্য ২০জুলাই থেকে আবেদনের সুযোগ দেওয়া হলে অধিকাংশ অকৃতকার্য ও ফলাফলে অসন্তুষ্ঠ শিক্ষার্থীরা আবেদন করে। আনুমানিক ৩০হাজার শিক্ষার্থী আবেদন করে। কিন্তু প্রকৃত পক্ষে দেখা যায় ফলাফল পরিবর্তন হয়েছে ১০৮ জনের।
এর মধ্যে ৪১জন অকৃতকার্য শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে এবং বাকিদের মান উন্নয়ন হয়েছে।
অনেক শিক্ষার্থী এবং অভিভাবকের অভিযোগ রয়েছে পরীক্ষার পূনঃ নিরীক্ষা সঠিক ভাবে করা হয় না। যার ফলে অনেক মেধাবী শিক্ষার্থীর জীবন থেকে ঝড়ে যায় একটি বছর। শামীম নামে এক শিক্ষার্থী জানায় আমি হিসাব বিজ্ঞান পরীক্ষা খুব ভাল দিয়েছিলাম। কিন্তু ঐ বিষয়েই ফেল এসেছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সঠিক ভাবে খাতা দেখলে আমি পাশ করতাম। এক অভিভাবক জানায়, সঠিব ভাবে খাতা না দেখায় অনেক শিক্ষার্থী ঝড়ে পড়ছে। পরবর্তীতে যে পূনঃ নিরীক্ষা করা হয় তার মাধ্যমে ফলাফলে তেমন পরিবর্তন আশে না। আমরা অভিভাবকরা জোর দাবী জানাই যে বিষয় ফেল করে সেই খাতাটি যেন ভাল ভাবে দেখা হয়।
গত ০২ এপ্রিল ২০১৮ তারিখে আটটি সাধারণ শিা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয়। গেলো ১৯ জুলাই ফলাফল প্রকাশ করা হয়। শিাবোর্ড সূত্রে জানা গেছে, ২০১৮ সালে এইচএসসি পরীায় যশোর বোর্ডের আওতাধীন খুলনা বিভাগের ১০ জেলার ৫৭৩টি কলেজ থেকে ১ লাখ ৯ হাজার ৬৯২ জন শিার্থী পরীায় অংশ নেয়। এরমধ্যে ৬৬ হাজার ২৫৮ জন পাস করেছে। যার মধ্যে ৩১ হাজার ৬৫২ জন ছাত্র এবং ৩৪ হাজার ৬০৬ জন ছাত্রী। এছাড়াও পরীা চলাকালে ৩৫ জন ছাত্র ও ১২ জন ছাত্রী মিলে ৪৭ জন বহিষ্কার হয়েছিলো।
প্রকাশিত ফলে দেখা গেছে, যশোর শিা বোর্ডে পাসের হার কমে দাঁড়িয়েছে মাত্র ৬০ দশমিক ৪ ভাগ। গত বছর অর্থাৎ ২০১৭ সালে পাসের হার ছিলো ৭০ দশমিক ০২ এবং ২০১৬ সালে পাসের হার ছিলো ৮৩ দশমিক ৪২ শতাংশ। চলতি বছর জিপিএ-৫ অর্জন করেছেন ২ হাজার ৮৯ জন। অথচ গত বছরও যশোর বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা ছিলো ২ হাজার ৪শ’৪৭ জন।
ফলাফল থেকে জানা যায়, এ বছর যশোর বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে ১৯ হাজার ৩শ’৪ জন শিার্থী পরীায় অংশ নিয়ে পাস করেছে ১৫ হাজার ৬শ’১৮ জন। পাসের হার ৮০ দশমিক ৩২ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫শ’৮৪ জন।
মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীায় অংশ নিয়েছিল ৬৮ হাজার ৮শ’৯৮ জন। পাস করেছে ৩৫ হাজার ৭শ’২৮ জন। পাসের হার ৫১ দশমিক ৮৬ ভাগ। এই বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৩শ’৩৮ জন।
ব্যবসায় শিা বিভাগের ২১ হাজার ৪শ’৯০ জন ছাত্র ছাত্রীর মধ্যে পাস করেছে ১৪ হাজার ৯শ’১২ জন। পাসের হার ৬৯ দশমিক ৩৯ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১শ’৬৭ জন ছাত্রছাত্রী