যশোরে বাঘ ও সিংহের ৪ শাবক উদ্ধার

0
480

খুলনা টাইমস প্রতিনিধি
যশোরের চাঁচড়া এলাকায় দুটি সিংহ ও দুটি চিতাবাঘের বাচ্চা উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে একটি বিলাসবহুল গাড়িতে অভিযান চালিয়ে শাবকগুলো উদ্ধার করা হয়।

চোরাচালানের সঙ্গে জড়িত অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। তাদের একজন বগুড়ার আদমদিঘীর বাকুড়া গ্রামের কামরুজ্জামান এবং অন্যজন নরসিংদীর পলাশের বকুলনগরের রানা মিয়া।

ভারতে পাচারের উদ্দেশ্যে এসব শাবক রাজধানীর উত্তরা থেকে যশোরের শার্শায় নেয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বাঘ ও সিংহের বাচ্চা ৪টিকে বন বিভাগের হস্তান্তর করা হয়েছে।