খুলনাটাইমস প্রতিবেদক:
র্যাব-৬, খুলনার একটি আভিযানিক দল যশোরের শার্শা হতে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আটকৃত আসামীর কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
র্যাব-৬, মিডিয়া সেলের মাধ্যমে জানতে পারেন যে, যশোর জেলার শার্শা থানাধীন বৃত্তিবাড়িপোতা গ্রামস্থ্য জনৈক মোতালেব মিয়ার বাড়ির সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এরুপ প্রাপ্ত সংবাদের ভিত্তিতে সোমবার (৩১ আগষ্ট) উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামীকে আটক করা হয়। আটকৃত আসামী যশোর জেলার শার্শা থানার বহিলা পোতা এলাকার মোঃ আঃ রহিম বেপারীর ছেলে মোঃ সাইফুল ইসলাম বেপারী(৩৫)। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন যাবৎ যশোর জেলার বিভিন্ন স্থানে গোপনে মাদক ব্যবস্যা চালিয়ে আসছে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে যশোর জেলার শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।