যশোরের নওয়াপাড়া জুটমিলের গুদামে আগুন

0
650

যশোর প্রতিনিধি, খুলনা টাইমস :
যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় ‘নওয়াপাড়া জুটমিলের’ একটি গুদামে আগুন লেগেছে। বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে এ আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। সন্ধ্যা সাতটায় এ রিপোর্ট লেখার সময়ও আগুন জ্বলছিল।

আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে মিল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

যশোর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদ জানান, নওয়াপাড়া, যশোর, খুলনা ও মণিরামপুরের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। গুদামটিতে পাটবোঝাই ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।