তথ্যবিবরণী: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ তিন দিনের সফরে আগামীকাল শুক্রবার খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী মন্ত্রী ২০ জুলাই বিকেল সকাল ১০টায় ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতির মৃত্যুতে শোকাহত পরিবারদের সমবেদনা জ্ঞাপন করবেন, বিকেল সাড়ে তিনটায় খুলনার ফুলতলা কলেজ মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে এবং বিকেল সাড়ে পাঁচটায় খুলনার গল্লামারী ইস্কন মন্দিরে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবে যোগদান করবেন।
মন্ত্রী ২১ জুলাই সকাল সাড়ে নয়টায় ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে মসিক সভায়, সকাল সাড়ে ১১টায় ভান্ডারপাড়া উলা-মৈখালী মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন এবং বিকেল চারটায় ভান্ডারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদান করবেন।
মন্ত্রী ২২ জুলাই সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা চত্ত্বরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি, সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন আয়োজিত বৃক্ষ মেলার উদ্বোধন এবং দুপুর সাড়ে ১২টায় ডুমুরিয়া বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। তিনি বিকেল তিনটায় রংপুর কালিতলা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন এবং বিকেল চারটায় রংপুর কালিবাটি মাতৃমন্দিরের আয়োজনে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবে যোগদান করবেন। পরে মন্ত্রী ঢাকার উদ্দেশে খুলনা ত্যাগ করবেন।