মোড়েলগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল

0
211

মোড়েলগঞ্জ প্রতিনিধি: ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোড়েলগঞ্জে দিনভর কর্মসূচী পালন করেছে ছাত্রলীগ। দিবসটি উপলক্ষে সোমবার বিকেল ৫টায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও আলোচনাসভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিশানবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ এ সব কর্মসূচীর আয়োজন করে।
বিকেলে অনুষ্ঠিত আনন্দ মিছিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাচ্চু। ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আরিফুল ইসলাম রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবায়দুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক আবু ফয়েজ নিশাত।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন পৌর ছাত্রলীগের সভাপতি মনির হোসেন রাজ্জাক, সাধারণ সম্পাদক মোস্তাক বিল্লাহ রূপম, এসএম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি বায়জীদ শিকদার ও সাধারণ সম্পাদক নেয়ামুল ইসলাম নাইম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেন পাভেল।