স্পোর্টস ডেস্কঃ
সিলেটে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ঝালিয়ে নিচ্ছেন মোস্তাফিজ। ছবি: বিসিবিসিলেটে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ঝালিয়ে নিচ্ছেন মোস্তাফিজ। ছবি: বিসিবি
চোট কাটিয়ে মাঠে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। সিলেটে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে খেলছেন চার দিনের ম্যাচ। ৪৪ রানে ৩ উইকেট নিয়ে বাঁহাতি পেসার জানান দিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে তিনি তৈরি
আইপিএল থেকে বয়ে আনা বাঁ পায়ের বুড়ো আঙুলের চোট তাঁকে খেলতে দেয়নি আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় মোস্তাফিজকে রাখা হয়নি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও। তবে বাঁহাতি পেসার এখন ফিট। সব ঠিক থাকলে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবেন মোস্তাফিজ। কিন্তু ম্যাচ খেলতে তিনি কতটা প্রস্তুত, সেটি দেখতে তাঁকে খেলানো হচ্ছে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে।
সিলেটে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে শুরুতে ছন্দ খুঁজে পেতে সমস্যা হচ্ছিল। যদিও কাল প্রথম দিনে ৪.৪ ওভারে ২০ রানে মোস্তাফিজ পান ১ উইকেট। প্রথম ৫ ওভারেই উইকেট পাওয়ার আত্মবিশ্বাস আজ সাহায্য করেছে বেশ। বাকি ৭ ওভারে ২৪ রানে নিয়েছেন ২ উইকেট। মোট বোলিং করেছেন ১১ ওভার। ৪৪ রানে পেয়েছেন ৩ উইকেট। তিনটি উইকেটই শ্রীলঙ্কা ‘এ’ দলের মিডলঅর্ডারের বড় ভরসা। আউট করেছেন সর্বোচ্চ ১৪২ রান করা শেহান জয়াসুরিয়াকে। ফিরিয়েছেন আশান প্রিয়াঞ্জনা (০) ও চারিথ আশলাঙ্কাকে (৭)।
ওভারে ৪ রানের ইকোনমি রেট দেখে হয়তো প্রশ্ন হতে পারে, আরও কৃপণ বোলিং কেন হয়নি? আর দলের বিশেষজ্ঞ বোলারদের মধ্যে তিনিই কেন সবচেয়ে কম ওভার করেছেন?
মোস্তাফিজের বোলিং দেখা নির্বাচক হাবিবুল বাশার সিলেট থেকে বলেন, ‘ও ভালো বোলিং করেছে। অনভ্যস্ততার কারণে প্রথম এক-দুই ওভার অস্বচ্ছন্দ থাকলেও পরে দ্রুত ছন্দ খুঁজে পেয়েছে। আর ১০ ওভার বোলিংয়ের একটা বিষয় ছিল (যেহেতু ওয়ানডে সিরিজ খেলবে)। উইকেটে স্পিনাররা ভালো করেছিল বলে ওরাই বেশি বোলিং করেছে। তবে সব মিলিয়ে বলব মোস্তাফিজ ভালো বোলিং করেছে। আমরা ওকে নিয়ে আশাবাদী।’
শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে প্রথম ইনিংসে ১৬৭ রানে অলআউট হওয়া বাংলাদেশ ‘এ’ আজ দ্বিতীয় ইনিংসেও শুরুটা খুব একটা ভালো করতে পারেনি, দিন শেষ করেছে ১ উইকেটে ৫৭ রান তুলে। এখনো পিছিয়ে ৮৮ রানে। তার আগে শেহানের সেঞ্চুরিতে শ্রীলঙ্কানরা করেছে ৩১২ রান। বাংলাদেশ ‘এ’ দলের সবচেয়ে সফল বোলার সানজামুল ইসলাম, ১০৪ রানে পেয়েছেন ৪ উইকেট।