মোস্তাফিজকে লুফে নিলো মুম্বাই

0
362

খেলা ডেস্ক, খুলনা টাইমস:

আইপিএলের নিলামের আগেই শোনা যাচ্ছিল বাংলাদেশের হাসি মুখের ঘাতক মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়াতে আগ্রহী মুম্বাই ইন্ডিয়ান্স। সেটাই তারা করলেন শনিবার। প্রিয় ক্রিকেটাররাকে মুম্বাই নিলো দুই কোটি ২০ লাখ রুপি খরচ করে।

মোস্তাফিজ গত দুই আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন। ২০১৬-তে ১৬ ম্যাচে ২৪.৭৬ গড়ে ১৭ উইকেট পেয়েছিলেন তিনি। রান খরচের গড় ছিল ৬.৯। সেই আসরে উদীয়মান ক্রিকেটারের পুরস্কারও পেয়েছিলেন মোস্তাফিজ।

তবে গত বছর ইনজুরি কাটিয়ে আইপিএলে ফিরে এলেও ভালো কাটেনি তার। মাত্র একটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি।

এবার চলমান ত্রিদেশীয় সিরিজে পুরনো ছন্দে ফিরেছেন মোস্তাফিজ। দেখার বিষয়, নতুন দলে কেমন পারফরম করবেন এই কাটার মাস্টার। নয়া দিগন্ত