এইচ এম শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর সদরের রওশন আরা মহিলা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও রওশন আরা মহিলা ডিগ্রী কলেজ পরিদর্শন করেছেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ ডাঃ মোজ্জাম্মেল হোসেন। মঙ্গলবার দুপুরে বাগেরহাটের শরণখোলায় যাবার প্রক্কাল্যে তিনি রওশন আরা মহিলা মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন। পরে তিনি পাশর্^বর্তী রওশন আরা মহিলা ডিগ্রী কলেজ পরিদর্শণ করেন। তিনি এসময় বিভিন্ন ক্লাশের শিক্ষার্থীদের সাথে কথা বলেন।
আলহাজ¦ ডাঃ মোজ্জাম্মেল হোসেন এমপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার জানুয়ারী মাসের ১ম দিনেই সারা দেশে বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের বই তুলে দিয়েছেন। বিনা বেতনে পড়াশুনার পাশাপাশি উপবৃত্তি প্রদান করা হচ্ছে। তাই সকল শিক্ষার্থীদের পড়াশুনায় অধিক আন্তরিক হতে হবে এবং দেশ জাতির উন্নয়নে অবদান রাখতে হবে।
পরিদর্শনকালে তার সাথে ছিলেন রওশন আরা মহিলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চেয়ারম্যান শফিকুর রহমান লাল, ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুন, মোরেলগঞ্জ থানা অফিসার ইন চার্জ মো. রাশেদুল আলম, শরণখোলা থানা অফিসার ইন চার্জ মো.কবিরুল ইসলাম, রওশন আরা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, রওশন আরা মহিলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত হালদার, উপজেলা যুবলীগের আহবায়ক মোজাম্মেল হক মোজাম, পৌর যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান বিপু , যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, পৌর শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম খান প্রমুখ।