মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
আওয়ামীলীগের উন্নয়ন ও অগ্রগতি ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য বুধবার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
পৌর সদরের সেরেস্তাদারবাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার। বক্তব্য রাখেন,পৌর আওয়ামীলীগ আহবায়ক পারভীন আকতার, মহিলা আওয়ামীলীগ নেত্রী মমতা সাহা, ফিরোজা বেগম ,হোসনে আরা বুলবুল, মারৈকা বেগম, শিরিন আকতার, সায়েরা আকতার, আনোয়ারা বেগম প্রমুখ।
মহিলা আওয়ামীলীগের আহবায়ক আজমিন নাহার জানান, বাংলাদেশ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী মো. ওবায়দুল কাদের এর নির্দেশক্রমে তাদের এ উঠান বৈঠক। এ বৈঠকের মাধ্যমে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন তথা বাংলাদেশ সরকারের উন্নয়নমূলত কর্মকান্ড তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে।##