প্রতিনিধি : ৩০ লক্ষ শহীদের স্মরণে বাগেরহাটের মোরেলগঞ্জে ৪৫৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩০৪৫ টি বৃক্ষ রোপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষ। পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উদ্যোগে ও মোরেলগঞ্জ সামাজিক বনবিভাগের আয়োজনে সারা দেশের ন্যায় মোরেলগঞ্জে এ বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়। উপজেলা চেয়ারম্যান এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু মোরেলগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রাঙ্গনে এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন করেন।
এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনউপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান,উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম। এসময় মোরেলগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম, সহকারী শিক্ষক মমতাজ বেগম, ভারত চন্দ্র সরকার, আব্দুল কাদের, বন বিভাগের আবুল খায়ের বুলু উপস্থিত ছিলেন।
একইদিনে উপজেলার এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়, এসএম কলেজ, সন্ন্যাসী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এইচভিএস হাজী নূরউদ্দিন দাখিল মাদ্রাসা, বিএসএস দাখিল মাদ্রাসা, ধানসাগর পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়, আব্দুল আজিজ মাধ্যমিক বিদ্যালয়, ১০৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ,২৪৪ নং মধ্য পুটিখালী ১৮৯ নং বাদুরতলা ওয়াজেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,আবু হুরাইরা দাখিল মাদ্রাসা , ১১৪ নং এসপি বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, লতিফিয়া ফাযিল মাদ্রাসা সহ ৪৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ কর্মসূচি পালন করা হয়েছে।