মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি, খুলনাটাইমস:
বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ স্বতন্ত্র্য এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির উপজেলা কমিটি সোমবার গঠন করা হয়েছে। মাওলানা আনোয়ার হোসেন কে সভাপতি মো. বেল্লাল হোসেনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি করা হয়।
এ উপলক্ষ্যে বারইখালী মীম কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এনায়েতিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস ছালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শফিজউদ্দিন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. জহিরুল ইসলাম।
সভা শেষে গঠিত কমিটির অন্যান্য উল্লেখযোগ্য সদস্যরা হল, সহ-সভাপতি মো.জহিরুল ইসলাম ও আকতার উদ্দিন ,সহ-সাধারণ সম্পাদক মাওলানা মো. আবু ইউসুফ, অর্থসম্পাদক মাওলানা আব্দুল মান্নান খান, প্রচার সম্পাদক মো. সজিব হোসেন। অনুষ্ঠানে উপজেলা ৭৬ টি স্বতন্ত্র্য মাদ্রাসার শিক্ষকবৃন্দ অংশ নেয়। ##