মোরেলগঞ্জে বিজয় দিবস উপলক্ষে প্রস্তুুতি সভা

0
332

এইচএম শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে বুধবার বিকেলে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচলা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই-আলাম বাচ্চু।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুন। প্রধান বক্তা ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলমগীর হুসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপম রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুফতি কামাল হোসেন, থানা অফিসার ইন চার্জ মো. রাশেদুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ তৈয়বুর রহমান সেলিম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন হাওলাদার।
বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের আহবায়ক মোজাম্মেল হক মোজাম। উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বারইখালী ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান লাল, হোগলবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান ডাঃ আকরামুজ্জামান, স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক ইলিয়াস হোসেন দুলাল , যুগ্ম আহবায়ক কেএম শহিদুল ইসলাম অন্যান্য নেতৃবৃন্দ।#