মোরেলগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলন

0
366

এইচ এম শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ প্রতিনিধি: ‘ স্বয়ং সম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ’ প্রতিপাদ্য বিয়য় নিয়ে বুধবার দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু।

উপজেলা নির্বাহী অফিসার মো, কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি জামাল হোসেন শরীফ, খাউলিয়া ইউনিয়ন চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের, হোগলাপাশা ইউনিয়ন চেয়ারম্যান রেজাউল ইসলাম নান্না।
সাংবাদিক সম্মেলনে শুভেচ্ছা বক্তা ও মূল প্রতিপাদ্য পাঠ করেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার প্রনব কুমার বিশ^াস। সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী সিনিয়র মৎস্য ইয়াকিন আলী। সাংবাদিক সম্মেলনে মোরেলগঞ্জ প্রেস ক্লাবের ২৩ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।