মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বে-সরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে‘‘সমন্বিত স্বাস্থ্য ও জীবনমান উন্নয়ন প্রকল্পের” পরিচিতি সভা ও উদ্ধোধন উপলক্ষে (২২ অক্টোবর) সোমবার বেলা ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ (এ.পি) ম্যানেজার লাভলি লাকি বিশ্বাস. জনগণের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অভিষ্ঠ এলাকার দরিদ্র পরিবারের স্বাস্থ-পুষ্টি ও অর্থনৈতিক উন্নয়ন সাধন, “আমিই পারি শিশুর প্রতি শারিরীক সহিংসতা বন্ধ করি” প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এ্যাড. মো. শাহ-ই আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুন, মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহান, প্রাণী সম্পদ অফিসার ডা. মো. ছাহেব আলী, কৃষি অফিসার অনুপম রায়, হোগলাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. আকরামুজ্জামান, বহরবুনিয়া ইউপি চেয়ারম্যান টি এম রিপন, সাংবাদিক মো. আবু সালেহ, ওয়র্ল্ড ভিশন প্রগ্রাম অফিসার কালী সংকর রায়, মিল্টন বিশ^াস প্র্রমুখ। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া, হোগলাবুনিয়া ও জিউধরা ইউনিয়নের আংশিক সুবিধা ভোগী শিশুদের পুষ্টি ও মায়েদের পুষ্টি জাতীয় সবজি চাসের ওপর কাজ করবে।