মোরেলগঞ্জে উপ-বৃত্তির টাকা আত্মসাতকারী প্রধান শিক্ষকের শাস্তির দাবী

0
259

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম সেঞ্চুরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈরেন্দ্রনাথ বিশ^াসের বিরুদ্ধে উপ-বৃত্তির টাকা আত্মসাতের সত্যতার প্রমান পাওয়া সত্ত্বেও তিনি বহাল তবিয়তে আছেন। তিনি এ ঘটনাটি ধামাচাপা দিয়ে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অভিযোগে জানা গেছে, প্রধান শিক্ষক বিভিন্ন উপবৃত্তির তালিকাভূক্ত শিক্ষার্থীদের যে মোবাইল নম্বর তার পছন্দের নম্বর প্রদান করে টাকা আতœসাতের করার অকৌশল করেন। এসব কৌশল অবলম্বন করে তিনি শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাত করেন। এ বিদ্যালয় থেকে টিসি নেয়া শিক্ষার্থীদের টাকার তার নিজস্ব নম্বর ব্যবহার করে আত্মসাৎ করেন। মাসের পর মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও শিক্ষার্থীরা উপ-বৃত্তির টাকা না পেলে বিষয়টি প্রকাশ্যে চলে আসে।

এ নিয়ে অভিভাবকদের মধ্যে অসন্তোষ দানা বাঁধতে থাকে । এ উপ-বৃত্তির সুবিধা বঞ্চিত অভিভাবকবৃন্দ প্রধান শিক্ষককে চাপ সৃষ্টি করে। তাদের চাপের মুখে হাওয়া, পারভিন, শরিফা, শাহিনুর, মারুফা, মাকছুদা, মিনারা নামের ৮ শিক্ষার্থীর উপ-বৃত্তির টাকা ফেরত দিতে বাধ্য হয়। প্রধান শিক্ষক বিষয়টি ধামাচাপা দিতে সংশ্লিষ্ট মহলে দৌড়-ঝাঁপ চালিয়ে যাচ্ছেন। চেষ্টা করছেন সংশ্লিষ্ট মহলকে ম্যানেজ করতে।

এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য এলাকাবাসি জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন। এ ক্লাষ্টারের দায়িত্বপ্র্াপ্ত (তদন্তকারী কর্মকর্তা) সহকারি উপজেলা শিক্ষা অফিসার মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমি তদান্তে গিয়ে ছিলাম তদন্তকালে মোবাইল নম্বর শিক্ষকের এটা সঠিক আছে এবং কিছু কিছু ছাত্র অভিভাবকরা টাকা পেয়েছেন।