মোরেলগঞ্জে আ’লীগের অাধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২, চেয়ারম্যান আটক

0
603

শেখ শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নে আওয়ামীলীগের অাধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার বিকেলে সংঘর্ষে দৈবজ্ঞহাটী ইউনিয়ান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনসার আলী দিদার (৫৩) ও ইউনিয়ন যুবলীগ নেতা শুকুর শেখ (৩৫) নিহত হয়েছে। আহত হয়েছে আওয়ামী লীগ নেতা বাবলু শেখ (৩৫), আওয়ামীলীগ কর্মী মিল্টন খান (৪০)। নিহত শুকুর শেখ জোকা গ্রামের মৃত. মোসলেম শেখের ছেলে। পুলিশ ২টি অগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে চেয়ারম্যান শহিদুল ইসলাম ফকিরকে ডিবি পুলিশ আটক করা হয়েছে।

এ ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে দৈবজ্ঞহাটী বাজারের দোকান পাঠ বন্ধ হয়ে যায়। এ হামলার ঘটনার দৈবজ্ঞহাটি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আনসার আলী দিদার দায়ি করে চেয়ারম্যান গ্রুপের লোকজন তাকে সহ শুকুর শেখকে ধরে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। চেয়ারম্যান নিজ বন্দুক দিয়ে গুলি ছোড়ে। আহত অবস্থায় তাদের বাগেরহাট হাসপাতালে নেয়ার পথিমধ্যে শুকুর শেখ মারা যায়। গুরুতর আহত আওয়ামীলীগ নেতা আনসার আলী দিদার খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার স্ত্রী মনজু বেগম এর পা ফেঙ্গে ফেলা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রনে থানা পুলিশ সহ বাগেরহাট থেকে অতির্ক্তি পুলিশ ও ডিবি পুলিশ মোতায়েন করা হয়। বাগেরহাট জেলা অতিরিক্ত পুলিশ সুপার, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, থানা অফিসার ইন চার্জ কে এম আজিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ফকির সহ দুই জনকে আটক করা হয়েছে বলে জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানান। তার লাইসেন্সকৃত শার্টার গান ও গুলি জব্দ করা হয়েছে। এলাকায় থম থমে ভাব বিরাজ করছে, অতিনিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।