নিজস্ব প্রতিবেদক,খুলনা টাইমস :
বাগেরহাটের মোংলা উপজেলায় নজির মৃধা(৫৬) নামের এক জেলের লাশ উদ্ধার করেন পুলিশ।
সুত্রে জানা যায়, শুক্রবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নজিরকে কুমিরে আক্রমন করে। সাথে সাথে কুমির মুখে করে তাঁকে নদীর পানির নিচে নিয়ে যায়। এসময় নদীতে থাকা অন্য জেলের মুখে খবর পেয়ে পুলিশ, বন বিভাগ ও স্থানীয়রা তাকে উদ্ধারের জন্য তল্লাশী শুরু করে। কিন্ত ওই দিন রাত ১২টা পর্যন্ত খুজে, না পেয়ে সকলে ফিরে চলে যায়। পরের দিন রাত পর্যন্ত খোজাখুজি করেও পাওয়া যায়নি তাঁকে।
থানা পুলিশ জানায়, সোমবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে জয়মরি লঞ্চঘাট থেকে প্রায় ১০কিলোমিটার নিচে আন্দারমানিক ফরেষ্ট অফিসের নিচে ভাইজোড়া খাল এলাকায় স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে দুই হাত ও দু’পা বিহীন ক্ষত-বিক্ষত জেলে নজিরের লাশ উদ্ধার করে। এ বিষয়ে মোংলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী মুঠোফোনে বলেন, ৩৮ ঘন্টা পর জয়মনিরঘোল এলাকায় কুমিরের আক্রমনে নিঁেখাজ জেলে নজির মৃধার লাশ অবশেষে উদ্ধার করা হয়েছে।