মোংলার পিকনিক কর্ণার এলাকা থেকে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব

0
347

মোংলা প্রতিনিধি:
মোংলার পিকনিক কর্ণার এলাকা থেকে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। আটককৃতকে জিজ্ঞাসাবাদ শেষে মোংলা থানা পুলিশে হস্তান্তরের কথা জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা মেজর সজিব। র‌্যাব-০৮ এর অপারেশন অফিসার মেজর মো: সজিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে মোংলার স্থায়ী বন্দর এলাকার পুরাতন বাস ষ্ট্যান্ড সংলগ্ন পিকনিক কর্ণারে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় ওই এলাকায় অবস্থান নিয়ে অবৈধভাবে অস্ত্র তৈরি ও সরবরাহের অপেক্ষায় থাকা মো: মজিবর রহমান (৫৫) র‌্যাব সদস্যদের দেখামাত্র দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে ধাওয়া করে ধরে ফেলে র‌্যাব। আটক অস্ত্র প্রস্তুত ও সরবরাহকারী মজিবরের বহনকারী বস্তা থেকে ৫টি পাইপগান, ১টি লোহা কাটা মেশিন, ৪টি লোহা কাটা ব্লেড, ১টি স্যান্ড পেপার, ১টি ছোট কুঠার, ১টি ছোট হ্যামার, ৫টি লোহার পাইপ, ১টি বাটালি, ১টি ক্লিনিং রড, ১টি রিকয়েল স্প্রিং, ১টি ছুরি, ১টি মোবাইল, ২টি সিম কার্ড ও নগদ ১,১২৫ টাকা উদ্ধার করা হয়। আটক মজিবরের বাড়ী বাগেরহাটে। আটককৃতকে জিজ্ঞাসাবাদ শেষে মোংলা থানায় হস্তান্তর ও তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।