টাইমস প্রতিনিধি:
মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাংনী আসনের সাবেক সংসদ সদস্য মো. আমজাদ হোসেনের বাড়ির মূল ফটক থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ৯টার দিকে গাংনী উপজেলায় আমজাদের বাড়ির ফটক থেকে বোমাটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার।
তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে পাওয়া সংবাদের ভিত্তিতে লাল টেপ দিয়ে মোড়ানো বোমাটি উদ্ধার করে পানিভর্তি বালতিতে রাখা হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বলেন, ‘তারেক রহমানের জন্মবার্ষিকীর কর্মসূচি যাতে পালন না করতে পারি সেজন্য বাড়ির মুল গেটে বোমা রাখা হতে পারে।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বোমাটি কে বা কারা কী উদ্দেশ্য আমজাদ হোসেনের বাড়ির গেটে রেখেছিল তা তদন্ত করা হচ্ছে।