অনলাইন ডেস্ক:
প্রেমিকের সঙ্গে বিয়ে করার ইঙ্গিত দিয়েছেন ইলিয়ানা ডি’ক্রুজ। কিন্তু, বিয়ে করেছেন কিনা, তা আনুষ্ঠানিকভাবে জানাননি। তবে এবার সামনে এসেছে আরো এক খবর। শোনা যাচ্ছে, মা হতে যাচ্ছেন ইলিয়ানা ডি’ক্রুজ। সোশ্যাল সাইটে ভাইরাল হওয়া ছবি থেকেই ইলিয়ানার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শুরু হয়েছে।
সম্প্রতি ইলিয়ানার প্রেমিক অ্যান্ড্রিও নিবন একটি ছবি শেয়ার করেন। লেখেন, আমরা খুব একটা সুন্দর সময় কাটাচ্ছি। মুহূর্তের মধ্যে সেই ছবি ভাইরাল হয়। সোশাল মিডিয়ায় ছবিটি ছড়িয়ে যাওয়ার পর অনেকেই প্রশ্ন তুলতে থাকেন, তাহলে কি ইলিয়ানা মা হচ্ছেন? তবে এ প্রশ্নর উত্তর মেলেনি।
পাশাপাশি ছবিতে ইলিয়ানার বেবি বাম্প ধরা পড়েনি। তবে বেশ কিছুদিন ধরে বেশ ঢিলে ঢালা পোশাক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের সন্দেহ বাড়িয়েছে। যদিও এ প্রসঙ্গে ইলিয়ানা কোনো প্রতিক্রিয়া দেননি। সম্প্রতি ইলিয়ানার দুটি ছবি মুক্তি পেয়েছে। অজয় দেবগনের বিপরীতে বাদশা ও রেডে দেখা গেছে এই দক্ষিণী অভিনেত্রীকে।