স্বনামধন্য নাভানা কোম্পানীর অঙ্গ প্রতিষ্ঠান আফতাব অটো মোবাইলস ্লিমিটেড
বিশ্বখ্যাত মাহিন্দ্রা ব্রান্ডের মোটরসাইকেল ও স্কুটার সুনামের সাথে বাজারজাত করে আসছে। যা ইতিমধ্যে ক্রেতাসাধারণের কাছে ব্যাপক জনপ্রিয়তা
পেয়েছে।
এরই ধারাবাহিকতায় এবং সম্মানিত ক্রেতাদের সহজলভ্যতার কথা চিন্তা করে গত
শনিবার ১৪ অক্টোবর ২০১৭ তারিখে ঢাকার মিরপুরের পীরের বাগের ৬০ ফিট
(পাকামসজিদের পাশে) মাহিন্দ্রা মোটরসাইকেলের নতুন শোরুম কহিনুর মটরস্ এর
এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নাভানা গ্রুপের সিনিয়র ভাইস
চেয়ারম্যান সাইফুল ইসলাম শোরুমটির শুভ উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে আরো
উপস্থিত ছিলেন আফতাব অটোমোবাইলস ্লিমিটেড এর অপারেটিভ ডিরেক্টর অমিত
ভট্টাচার্য, ন্যাশনাল সেল্স হেড মোঃ আবু হানিফ, ডিলার ডেভলপমেন্ট বিভাগীয় প্রধান এম.এম শহিদুল ইসলাম মুনির, মার্কেটিং বিভাগীয় প্রধান জাকারিয়া এবং অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।
শুভ উদ্বোধন উপলক্ষে কহিনুর মোটরস্ থেকে প্রথম ২৫ জন কাষ্টমারের জন্য ৫হাজার টাকা করে মূল্য ছাড় ঘোষনা করা হয়। এর সাথে আরো থাকছে একটি হেলমেট, ইঞ্জিনওয়েল, একটি কি-রিং, একটি ডকুমেন্ট কাভার ব্যাগ ফ্রি। সংবাদ বিজ্ঞপ্তি