মাননীয় তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুকে খুলনা উন্নয়ন ফোরামের স্মারক লিপি পেশ।

0
346

প্রেস বিজ্ঞপ্তি
খুলনা সার্কেট হাউজে খুলনা উন্নযন ফোরামের চেয়ারম্যান শরীফ শফীকুল হামিদ চন্দনের নেতৃত্বে ফোরামের পক্ষ থেকে এক স্মারক লিপি প্রদান ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় খুলনায় পূনাঙ্গ টেলিভিশন কেন্দ্র স্থাপনের জোর দাবি যানানো হয়। বিষয় টি গুরুত্বপূর্ন বলে মন্ত্রী মহোদয় এক মত পোষন করেন। স্মারক লিপি প্রদান অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের মহাসচিব এম.এ. কাশেম, মোঃ আবু বক্কর সিদ্দীকি, এ্যাডঃ বাবুল হাওলাদার, ক্বারী শরীফ মিজানুর রহমান, জনাব, এ্যাডঃ আইয়ুব হোসেন, প্রভাসক-ইসফাত সনিয়া ন্যান্সি এ্যাডঃ শাহানারা ইরানী পিয়া এ্যাডঃ শেখ আব্দুল মুহিদ, মোঃ রবিয়ুল ইসলাম শিরিনা পারভিন, মারুফ হোসেন, রাশিদা চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ।

মাননীয় তথ্য মন্ত্রী নেতৃবৃন্দকে পূনাঙ্গ টেলিভিশন কেন্দ্র স্থাপনের জন্য আশ^াস দেন। স্মারক লিপিতে এই অঞ্চলের মুক্তিযোদ্ধার পক্ষ্যে অসম্পদায়িক সাংস্কৃতি বিকাশের সার্থে পূর্নাঙ্গ টেলিভিশন কেন্দ্র স্থাপনের জোর দাবি জানান হয়।