খবর বিজ্ঞপ্তি:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষে শুক্রবার রাতে কেসিসি সুপার মার্কেটের দোতলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাগরিক ঐক্য’র সদর থানা শাখা এর আয়োজক। সভায় বক্তারা ভাষা শহিদদের অমর স্মৃতি ধারণ করার জন্য আজকের প্রজন্মের প্রতি আহবান জানিয়েছেন। ভাষা দিবসে গণতান্ত্রিক আন্দোলন বেগবান করারও আহবান জানানো হয়।
সদর থানা শাখার আহবায়ক মোঃ আলী মুসা মিয়া সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন দলের নগর আহবায়ক এ্যাড. ড. মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন নগর নারী ঐক্য’র আহবায়ক এ্যাড. সাকিনা ইয়াসমিন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন লবনচরা থানা শাখার সদস্য সচিব এসএম নাহিয়ান নেওয়াজ, মোঃ মোস্তাকুজ্জামান ও ইলিয়াস হুসাইন সরদার। সভা পরিচালনা করেন সদর থানা শাখার সদস্য সচিব সেলিম রেজা বকুল।
সভা শেষে বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ মোস্তকুজ্জামান, ইলিয়াস হুসাইন সরদার, মির্জা লুৎফার রহমান, মীর রবিউল ইসলাম, কাজী আলমগীর হোসেন ও মোঃ ঈসা সানা নাগরিক ঐক্যে যোগদান করেন। সভা শেষে বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা, জেলা বিএনপি’র সদস্য সচিব মনিরুল ইসলাম বাপ্পির মায়ের সুস্থতা ও দলের নেতা-কর্মীদের পিতা-মাতার আত্মার মাগফেরত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।