ফুলবাড়ীগেট (খূলনা)প্রতিনিধিঃ
খুলনার অতি পুরাতন ঐতিহ্যবাহী মহেশ^রপাশা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের(মাঠেরবাড়ী) গৌরব ও ঐতিহ্যের ১৬২ বছরপূতি উপলক্ষে স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে ১৭ জুন রবিবার অনুষ্ঠিত হলো সার্ধশত পূনমিলন অনুষ্ঠান। দিনটিকে স্বরণীয় করে রাখতে গঠন করা হয় উদযাপন কমিটি। কমিটি আয়োজনে দিনব্যাপী বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে সার্ধশত পূনমিলন। পূনমিলন অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পদচারণায় উৎসবমুখর ও আনান্দঘন পরিবেশে পরিনত হয় মহা মিলনমেলায়। দিনব্যাপী সার্ধশত পূনমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদিয় স্থায়ী কমিটির সভাপতি ও খুলণা ৩ আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান এমপি। বিশেষ অতিথি ছিলেন খুলণা সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র ও মহানগর আ’লীগের সভাপতি আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক। সার্ধশত পূনমিলন উদযাপন কমিটির আহবায়ক দীলিপ কুমার দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে ১৯৫৭ সাল থেকে শুরু করে ২০১৮ সাল পর্যন্ত অধ্যায়নরত উপস্থিত ছাত্র-ছাত্রীসহ আমন্ত্রীত অতিথিগণ অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তৃতা করেন, এদের মধ্যে বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও বৃহত্তর মহেশ^রপাশার সাবেক কমিশনার, দৌলতপুর থানা আ’লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, কেসিসি ৩নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্জ আঃ সালাম, মহিলা কাউন্সিলর মনিরা সুলতানা, প্রাক্তন ছাত্র উৎযাপন কমিটির যুগ্ন আহবায়ক সৈয়ধ নওশাদুজ্জামান পল্টু, এ্যাডঃ আতাউর রহমান, মোঃ মাকসুদ আলম খাজা, মোল্ল্যা মুজিবার রহমান, মাকসুদ হাসান পিকু, বিকাশ কুমার রুদ্র, কাজী নাসিবুল হাসান সান্নু, মোঃ শহিদুল ইসলাম, অজয় কুমার দে, মোঃ আমিনুল হক টিংকু, শরীফ আসাদুজ্জামান বিপু, দিলীপ কুমার দে, শ্রামল কুমার দাস, দয়াল দাশ, সাজ্জাদুল ইসলাম টিটু, ওয়াহিদুজ্জামান কাল্টু, মো রিয়াদুল হক রাসেল প্রমুখ। অনুষ্ঠানে স্কুল থেকে শিক্ষাগ্রহন করা বর্তমান কর্মরত প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারেষ্টার, জাতীয় দলের ফুটবলার, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন পেশার সাবেক ছাত্র-ছাত্রীদের অনেকে অংশগ্রহন করেন। ১৮৫৬ সালে স্থাপিত এই বিদালয়ে শৈশব বিজড়ীত স্কুূল প্রাঙ্গনে সাবেকদের উপস্থিতিতে সার্ধশত পূনমিলন অনুষ্ঠানটি মহা মিলন মেলায় পরিনত হয়। উপস্থিত সাবেক ছাত্র-ছাত্রীরা স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের একত্রিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আযোজক কমিটিকে ধন্যবাদ জানান। রাতে লালন একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্র এর মধ্যে দিয়ে সার্ধশত পূনমিলনীর সমাপণী অনুষ্ঠিত হয়। খুলনার অতি পুরাতন ঐতিহ্যবাহী মহেশ^রপাশা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের(মাঠেরবাড়ী) গৌরব ও ঐতিহ্যের ১৬২ বছরপূতি উপলক্ষে মিলন্তিকা নামের একটি স্বরণীকা প্রকাশ করেছে উৎযাপন কমিটি।
এর আগে সকাল ১০টায় প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অংশগ্রনে বর্ণাঢ্য র্যালীর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সকাল ১১টায় জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত উত্তোলনের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়োন্ত্রক স্কুলের প্রাক্তন ছাত্র মধাব চন্দ্র রুদ্র।