মহেশ^রপাশার শরিফুল হত্যা মামলার আসামী সুন্দর রাজিব আটক

0
259

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধিঃ মহেশ^রপাশা উত্তর বনিকপাড়ার শরিফুল ইসলাম হত্যা মামলা সহ একাধিক মামলার পালাতক আসামী সুন্দর রাজিব(২৫)কে খানজাহান আলী থানা পুলিশ বুধবার দুপুরে যোগিপোল এলাকা থেকে আটক করেছে।
পুলিশ জানান, খানজাহান আলী থানার এস আই আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি টীম বুধবার বেলা ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে যোগিপোল এলাকার সুলতান শেখের বাড়ীতে অভিযান চালিয়ে সুন্দর রাজিবকে আটক করে। রাজিব মহেশ^রপাশা উত্তর বনিকপাড়া এলাকার শেখ সামছুর রহমানের পুত্র শেখ শরিফুল হত্যা মামলার এজারভুক্ত আসামী। আটককৃত রাজিবের বিরুদ্ধে খানজাহান আলী থানায় একাধীন মামলার রয়েছে বলে পুলিশ জানান। এ ব্যাপারে খানজাহান আলী থানার অফিসাস ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম রাজিবকে আটকের কথা স্বীকার করে বলেন তার বিরুদ্ধে একাধীক মামলা রয়েছে।
উল্লেখ্য গত ১৫ আগস্ট রাত ৯টায় শরিফুল ইসলামকে কতিপয় সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মুমুর্ষ অবস্থায় ফেলে রেখে যায়। দীর্ঘ সাতদিন ঢাকায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জালড়ে ২১ আগস্ট রাতে মারা যায়। এ ঘটনায় নিহত শরিফুলের পিতা শেখ শামছুর রহমান বাদী হয়ে মামলা করেন।