মহান স্বাধীনতা যুদ্ধ বঙ্গবন্ধুর একক নেতৃত্বেই হয়েছে : সফিকুর রহমান পলাশ

0
171

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একান্ত সাক্ষাৎকারে খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ বলেন, বাঙ্গালীর মহত্তম চেতনার সংগ্রহ শালাই হলো বাংলাদেশ আওয়ামীলীগ। যে দলকে প্রতিষ্ঠা লগ্ন থেকে একক প্রচেষ্টায় মানুষের কাছে গ্রহযোগ্য করে তুলেছিলেন তিনি হচ্ছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। আওয়ামীলীগের সূচনা লগ্ন থেকে যারা বিভিন্ন দায়িত্ব পাল করেছিলেন মাওলা আব্দুল হামিদ খান ভাসানি, আব্দুর রশিদ তর্কবাগিসসহ এমন অসংখ্য নেতুত্ববুন্দ আছেন। এক সময় দেখা গেছে যখন কঠিন কোনো সিদ্ধান্ত এসেছে তখন অনেকে এই দল ছেড়ে চলে গেছে। কিন্ত জাতির জনক শেখ মুজিবর রহমান স্বপ্ন দেখেছিলেন এই বাঙ্গালি জাতিকে তিনি মুক্তি এনে দিবেন। যেকারনে তিনি এই দেশের মানুষে প্রতি আস্থা রেখেছিলেন এবং মানুষও জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের উপর আস্থা রেখেছিল। যেকারনে জাতির পিতার হাত ধরেই কর্মসূচির পরতে পরতে ৬ দফা দাবি, ৬৯ এর গণঅভ্যূত্থান, ৭০ এর নির্বাচন, মহান স্বাধীনতা যুদ্ধ তার একক নেতৃত্ব দিয়েই হয়েছে। এবং ৬ দফা দাবির মাধ্যমে তিনি বাঙ্গালি জাতিকে যে স্বাধীনতার স্বপ্ন দেখাবেন এটা কেউ কল্পনা করতে পারেনি। যখন মানুষ ভয়ে দিন পার করেছে, পাকিস্তানিদের পায়ে কুর্নিশ করতো তখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিদ্রোহ করেছিল তাদের বিরুদ্ধে। সেই ৬ দফা মানুষ গ্রহন করেছিল, ৭০-এ নির্বাচনে আওয়ামী লীগকে গন রায় দিয়েছিল। তিনি আরো বলেন, ৭৫ এর কালো রাতের পরে এই বাংলাদেশ পিছিয়ে গিয়েছিল। পরবর্তীতে আমাদের নেত্রী ১৯৮১ সালে যখন দেশে ফিরে আসে তারপর থেকে বাঙ্গালী জাতি আবারও সপ্ন দেখতে শুরু করে। এই বাংলাদেশে গনতন্ত্র আসবে, ভোটের অধিকার আসবে। রাষ্ট্র নায়ক প্রধানমন্ত্রী নেতৃত্বে ঐক্যবদ্ধ ৯০ এর গন অভ’্যত্থানের সৃষ্টি হয়েছিল। আওয়ামীলীগ ক্ষমতায় এসে ভোটের অধিকার, ভাতের অধিকার ফিরিয়ে দিয়েছেন। আজকে রাষ্ট্র নায় প্রাধনমন্ত্রী নেতৃত্বে বাংলাদেশ দৃর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আজ আমরা অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ, দারিদ্রতা কমে এসেছে, আশ্রয়হীনরা আশ্রয় পাচ্ছে, ঘওে ঘওে বিদ্যুৎ পৌছে গেছে। নেত্রী যে ডেল্টা প্লান করেছেন ভষ্যিৎ প্রজন্মের জন্য। প্রাধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় দেশের মানুষের জন্য চিন্তা করেন বিভাবে দেশকে এগিয়ে নেওয়া যায় সেই চিন্তা করেন। আজকে আমাদের অঞ্চলে অভাবনীয় উন্নয়ন হয়েছে আওয়ামীলীগ সরকারের আমলে। এক কথায় আওয়োমীলীগ দেশেরে মানুষের জন্য সর্বদা কাজ করে যাচ্ছে এবং যাবে। আমি মনে করি জাতির পিতার সোনার বাংলা গড়ার যে সপ্ন যেটা আজ বাস্তবায়নের পথে।