মরহুম আ’লীগ নেতা গাজী আব্দুল হাদীর কুলখানিতে সর্বস্তরের মানুষের ঢল

0
484

ডুমুরিয়া প্রতিনিধি : মুসলিম-হিন্দু, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিক, ব্যবসায়ীসহ সর্বস্তরের হাজারো মানুষের ঢল নামে ডুমুরিয়ার শাহপুর বাজারে খুলনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গাজী আব্দুল হাদী’র কুলখানিতে। শুক্রবার জুম্মাবাদ শাহপুর গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও কুলখানিতে উপস্থিত ছিলেন, খুলনা-৬ আসনের সাবেক এমপি সোহরাব আলী সানা, খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ দিদার হোসেন, জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান, খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান মনি, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ, পুলিশ সুপার নিজামুল হক মোল্যা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম ও সজীব আহম্মেদ খান, ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আলী মুনসুর, ফুলতলা উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, জেলা আ’লীগ নেতা বিএম আব্দুস সালাম, এ্যাডঃ এসএম মুজিবুর রহমান, মোঃ নুরুজ্জামান, কামরুজ্জামান জামাল, আক্তারুজ্জামান বাবু, আসলাম খান, জেলা পরিষদের সদস্য সরদার আবু সালেহ, অভিজিত চন্দ ও শোভা রানী হালদার, ফুলতলা আ’লীগের সাধারন সম্পাদক শাহবুদ্দিন দিপ্তি, ডুমুরিয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুরউদ্দিন আল মাসুদ, আ’লীগ নেতা মৃনাল হাজরা, শাহপুর মধুগ্রাম কলেজ অধ্যক্ষ মোঃ আমিনুর রহমান, চুকনগর কলেজ অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, শাহনেওয়াজ হোসেন জায়াদ্দার, আবু সাঈদ সরদার, ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল খোকন, মোস্তফা সরোয়ার, হিমাংশু বিশ্বাস, সুরঞ্জিত বৈদ্য, শেখ রবিউল ইসলাম, শেখ দিদারুল হোসেন, শেখ আবুল হোসেন, বিমল কৃষ্ণ সানা, রামপ্রাসাদ জোদ্দার, খান শাকুর উদ্দিন, এ্যাড প্রতাপ রায়, রেজোয়ান মোল্যা ও জয়নাল আবেদিন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, জহুরুল ইসলাম আকুঞ্জি, গাজী আব্দুল হালিম, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, সম্পাদক ইমরান হোসেন, সাবেক সভাপতি শেখ আবু হানিফ, ডাঃ বাহার উদ্দিন, ডাঃ দীন মোহাম্মদ খোকা, জেলা শ্রমিকদলের সভাপতি খান ইসমাইল হোসেন, যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, জিএম ফারুক, মোল্যা সোহেল রানা, সাবেক ছাত্রলীগ নেতা কাজী মেহেদী হাসান রাজা, জিল্লুর রহমান আকুঞ্জি, ছাত্রলীগের আবুল বাসার খান, মাসুদ রানাসহ অনেকে। মরহুম গাজী আব্দুল হাদীর রুহের মাগফেরাত কামনা করে খতম কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরিবারের পক্ষ থেকে গাজী এজাজ আহমদ তার বাবার কুলখানিতে আসা সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এছাড়া উপজেলার সকল মসজিদে জুম্মাবাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ছে। শাহপুর মাধ্যমিক বিদ্যালয়, রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় ও শাহপুর বাজার বটমুলে কুলখানি অনুষ্ঠিত হয়। গত ২৬ নভম্বর তারিখ হৃদক্রিয়া বন্ধ হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি মত্যুবরণ করন।