মরণ ফাঁদ

0
235
আব্দুল্লাহ আল লালী:
ভেজা চোখ নিয়ে কার বুকেতে লুকাও!
রোদ্দুর হারিয়ে রাতে ডানা ঝাপটাও,
তুমি কি ঈগল পাখি, সূক্ষ্মভাবে দেখো খুব!
না কি পানকৌড়ি পাখির মতো 
গভীরতা না জেনেই যার তার বুকে দাও ডুব?
তোমাকে দেখাবে কত আদর মাখানো সপ্ন 
নির্বোধের মতো ভাববে তুমি বলবে! 
এতোদিন কোথায় ছিলো, এটায় আমার প্রিয় রত্ন।
শিকারী বহুরুপ প্রলোভন দেখিয়ে বলবে ভালোবাসি
আরে অবুঝ পাখি এটাই তোমার মরন ফাঁসি!
ফাঁদে পড়ে যখন করবে ছটফট 
নিরবে চোখ বেয়ে পানি পড়বে টপটপ
শিকারী হাসবে তখন অট্টহাসি 
তুমি দীর্ঘশ্বাস ফেলে বলবে 
আমরা ভুল মানুষকেই ভালোবাসি!