মন্ত্রিসভার আকার বাড়ছে, কাল শপথ

0
297

টাইমস প্রতিবেদন :
মন্ত্রিপরিষদের আকার আরও বড় হচ্ছে। বঙ্গভবন থেকে জানা গেছে, কাল সন্ধ্যায় শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

ফোন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। মন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি। ডাক পেয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস-বেসিসের সভাপতি মোস্তফা জব্বার। এ ছাড়া নাম শোনা যাচ্ছে আরও কয়েকজনের।

এরআগে ২০১৫ সালের ১৫ জুলাই মন্ত্রিসভার আকার বাড়ানো হয়। সেসময় নুরুল ইসলাম বিএসসি মন্ত্রী এবং তারানা হালিম ও নুরুজ্জামান আহমেদ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

২০১৪ সালের ১২ জানুয়ারি বর্তমান সরকারের ২৯ মন্ত্রী ১৭ প্রতিমন্ত্রী ও দুইজন উপমন্ত্রীসহ মোট ৪৮ জন শপথ নেন।