অনলাইন ডেস্ক:
রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু করছে বিএনপি। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কার্যক্রম চলছে।
শুরুতেই মনোনয়ন ফরম কিনেছেন রাজশাহীর বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী।
প্রসঙ্গত, আগামী ২৮ জুন প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আগামী ৩০ জুলাই রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ।