মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা কর্মশালার ৫ম ব্যাচের সমাপ্তি

0
412

খবর বিজ্ঞপ্তি:
বৃহস্পতিবার, বিকেল ৩টায় সাউথ সেন্টাল রোডস্থ ইএফসি হোটেল মিলনায়তনে সরকার অনুমোদিত ইউকেএইড, এমএসএইচ ও কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সহযোগিতায় বাংলাদেশে মডেল মেডিসিন শপ স্থাপনের উদ্দেশ্যে ৬ দিনের কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি, সোনাডাঙ্গা থানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খুলনার ড্রাগ সুপার মোঃ আব্দুর রশীদ, খুলনা বিশ্ববিদ্যালয়েল ফার্মেসী বিভাগের প্রফেসর ড. সমীর কুমার সাধু, প্রফেসর ড. নৃপেন্দ্র নাথ বিশ্বাস, প্রফেসর ড. মনিরুল ইসলাম, প্রফেসর ড. আমিরুল ইসলাম, প্রফেসর ড. ইকবাল আহমেদ, বিসিসিপি কো-অর্ডিনেটর শরিফুল ইসলাম সবুজ, এমএসএইচ ফিল্ড মনিটর জাহাঙ্গীর আলম। অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, আগামীকাল শনিবার থেকে ৬ষ্ঠ ব্যাচ প্রশিক্ষণ শুরু হবে। এ ব্যাপারে তানিম আহমেদ, মোবাইল নং ০১৮১৫ ৮৪২৪৯৩ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।