মটরে পানি উঠাতে গিয়ে ইমামের মৃত্যু

0
516

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:
দেবহাটায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। নিহতের নাম সিদ্দিকুর রহমান (৬৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বাকাল ইসলামপুর গ্রামের আব্বাসউদ্দীন গাজীর ছেলে। এই ঘটনায় নিহতের ছেলে মনিরুজ্জামান বাদী হয়ে দেবহাটা থানায় একটি ইউডি মামলা দায়ের করেছে। জানা গেছে, নিহত সিদ্দিকুর রহমান দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের একটি মসজিদে ইমামতি করতেন। মসজিদের পানির লাইনের মটরে পানি উঠানোর জন্য তিনি সোমবার সকাল ১০ টার দিকে বিদ্যৎ লাইন দিতে গেলে তিনি আকষ্মিক শক খান। এসময় তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন। পরে দেবহাটা থানার এসআই ইয়ামিন আলী ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হন্তান্তর করেন। এ ঘটনায় নিহতের ছেলে মনিরুজ্জামান বাদী হয়ে দেবহাটা থানায় একটি ইউডি মামলা দায়ের করেছে। মামলা নং- ১৭, তাং- ০৬-১১-১৭ ইং।