প্রতিনিধি: মংলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টার উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যলয় এ সম্মেলন ও মত বিনিময়সভা করা হয়। এছাড়াও এ মৎস্য সপ্তাহ পালন করার লক্ষে শহরে মাইকিং এর মাধ্যমে প্রচারও করা হয়েছে।
“স্বয়ংসম্পুর্ন মাছে দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকাল ১১টায় উপজেলা প্রসাশনের সহায়তায় ও মৎস্য দপ্তর’র উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এছাড়াও মত বিনিময়সভা করেন সাংবাদিক ও স্থানীয় লোকজনকে নিয়ে। সপ্তাহব্যাপি এ মৎস্য সপ্তাহ উদযাপনের জন্য বিভিন্ন কর্মসুচি হাতে নিয়েছে মংলা উপজেলা মৎস্য দপ্তর। তার মধ্যে আজ ১৯ জুলাই ব্যানার ও ফেস্টুন নিয়ে শহরে র্যালী ও স্থানীয় সংসদ সদস্য মাছের পোনা অবমুক্ত করবে। ২০ জুলাই মৎস্য সেক্টর ও বর্তমান সরকারের অগ্রগতি নিয়ে আলোচনা সভা ও প্রামান্য চিত্র প্রদর্শন। ২১ জুলাই মৎস্য আইন সংরক্ষনের জন্য ফরমালিন বিরোধী অভিযান ও মোবাইল কোট পরিচালনা করা। ২২ জুলাই বিভিন্ন স্কুল কলেজে মৎস্যচাষ বিষয়ক আলোচনা ও প্রামান্য চিত্র প্রদর্শন।২৩ জুলাই স্থানীয় হাট বাজার ও জনবহুল স্থানে মৎস্য চাষ এর উপর উব্ধুদ্ধকরন ভিডিও প্রদর্শন ও ২৪ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ মুল্যায়ন ও সমাপনি অনুষ্ঠান পালন করবে উপজেলা মৎস্য দপ্তর। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শাজ্জাদ হোসেন,অফিস সহকারী মোঃ সাইফুল ইসলাম,মোঃ নুর আলম শেখ,মনিরুল ইসলাম দুলু,শফিকুল ইসলাম শান্ত,হাসিব সরদার,ইলিয়াস হোসেন ও মনির হোসেন এ সময় উপস্থি ছিলেন।