ভৈরব নদে নৌকা বাইচ প্রতিযাগীতা অনুষ্ঠিত

0
904

খুলনা টাইমস প্রতিবেদক :
দিঘলিয়ায় ভৈরব নদে ঘোষগাতী ও মহেশ্বরপুর গ্রামের যৌথ উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযাগীতা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজী জাকির হোসেন এর সভাপতিত্বে প্রতিযাগীতায় প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান ও দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোল্যা ফিরোজ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সেনহাটি ইউঃ পরিষদ চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, যোগীপাল ইউঃ পরিষদ চেয়ারম্যান শেখ আনিছুর রহমান, গিলাতলা ইউঃ পরিষদ চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আঃ গফ্ফার মেড়ল, পাট ব্যাবসায়ী জসিম উদ্দিন, শামীম রেজা রাসেল। উপস্থিত ছিলেন নৌকা বাইচ কমিটির সভাপতি হানিফ শেখ ও সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বিশ্বাস। মহেশ্বরপর প্রগতি সংঘের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযাগীতায় দিঘলিয়া, তেরখাদা ও নড়াইলের ৮টি নৌকা অংশগ্রহণ করন। এর মধ্য তেরখাদার দিদার মাল্যা প্রথম, মাহাবুব মেম্বার ২য় ও মঞ্জুর নৌকা ৩য় স্থান অধিকার করে। নৌকা বাইচ চলাকালে নদীর দু’ধারের অসংখ্য দর্শনার্থীর সমাগম ঘটে।