খুলনা টাইমস ডেস্ক : রোহিঙ্গা সংকট নিয়ে প্রকাশিত বইয়ে ভুয়া ছবি ও তথ্য দিয়ে মিথ্যাচারের পর এক বিরল পদক্ষেপে এর জন্য ক্ষমা চেয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। ছবিগুলো ‘ভুল করে ছাপানো হয়েছিল’ বলে জানিয়েছে তারা।
রোহিঙ্গা সংকটের ‘আসল সত্য’ প্রকাশের ঘোষণা দিয়ে মিয়ানমারের সেনাবাহিনী প্রকাশিত নতুন বইটিতে ৭১-এর গণহত্যার ছবি ব্যবহার করে রোহিঙ্গাবিরোধী প্রচার চালিয়েছে বলে গত শুক্রবার একান্ত একটি প্রতিবেদনে জানায় রয়টার্স।
এরপরই সোমবার মিয়ানমারের সেনাবাহিনী তাদের অফিসিয়াল পত্রিকা মায়াওয়াডিতে ‘মিয়ানমার পলিটিকস অ্যান্ড দ্য টাটমাডো: পার্ট ১’ শীর্ষক ওই বইটির প্রকাশনা শাখা থেকে একটি বিবৃতি দিয়ে দুটি ছবির জন্য ক্ষমা চেয়েছে।