ব্যাংকে রক্ষিত দলিল জাল করে জমি বিক্রির অভিযোগে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের তিন কর্মকর্তাসহ ৭জনের বিরুদ্ধে আদালতে মামলা : পিবিআইকে তদন্তের নির্দেশ

0
508

ফকির শহিদুল ইসলামঃ
ব্যাংকে রক্ষিত দলিল জাল করে জমি বিক্রির অভিযোগে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড খুলনা শাখার সাবেক এজিএমসহ ৭জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। নগরীর ৭৮, মুসলমান পাড়ার মরহুম শেখ সউদের ছেলে শেখ মো. মানজুর ওরফে মিন্টু বাদী হয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক বেগম ইশরাত জাহান মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্ত করে আগামী ২২অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় আসামিরা হলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড খুলনা শাখার সাবেক এজিএম স,ম আব্দুল জলিল আল আজাদ (৬৫), সাবেক সিনিয়র অফিসার (আইন) মো. আমজাদ হোসেন গাজী (৫৫), সাবেক সিনিয়র ম্যানেজার মো. শওকত আলি (৬৩), বটিয়াঘাটা উপজেলার সাবেক ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মো. কামরুজ্জামান (৫০), হোটেল মুন ৭,খান এ সবুর রোডের মেসার্স স্টার ট্যানারী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন-অর-রশিদ (৬৫), ২৩৬ পুরতন গল্লামারি রোডের মৃত সরোয়ার ফকিরের ছেলে মো. মোসলেম উদ্দিন (৬৩) ও জলমা ইউনিয়নের চেয়ারম্যান শেখ আশিকুজ্জামান (৪৮)।
মামলার বিবরণে জানা যায়, নগরীর ৭৮, মুসলমান পাড়ার মরহুম শেখ সউদের ছেলে শেখ মো. মানজুরের খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে ৩১ শতক জমিতে রাইচ মিলসহ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মেসার্স স্টার ট্যানারী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন-অর-রশিদ উক্ত ৩১ বিঘা সম্পত্তি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে জামানত রেখে ঋণ গ্রহণ করেন। পরবর্তীতে তারা ঋণ পরিশোধ না করায় ব্যাংক ৪জনের বিরুদ্ধে খুলনার সাব জজ অর্থ ঋণ আদালতে মামলা রুজু করেন। উক্ত সিদ্ধান্তের বিরুদ্ধে সম্পত্তির মালিক মো. মানজুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর আদালতে আপীল মামলা করলে আদালত খারিচ করে দেন। ওই মামলা বিচারাধিন থাকাবস্থায় ব্যাংক কর্মকর্তারা যোগসাজশে ব্যাংকে রক্ষিত দলিল জাল করে জমি বিক্রি করে মোসলেম উদ্দিনের নামে নাম পত্তন করে নেয়। এ ঘটনায় সম্পত্তির মালিক শেখ মো. মানজুর ওরফে মিন্টু গত ৭আগস্ট ৭জনের বিরুদ্ধে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন যার নং-সিআর-১০৩/১৮।