ব্যবসায়ী ইউনূস হাওলাদারকে খুনের পরিকল্পনার অভিযোগে এএসআই নূর আলম গ্রেফতার

0
382

খুলনাটাইমস ডেস্কঃ রাজধানীর শ্যামপুর এলাকায় ব্যবসায়ী ইউনূস হাওলাদারকে খুনের পরিকল্পনার অভিযোগে গ্রেফতার শ্যামপুর থানার এএসআই নূর আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (৩ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই গোলাম মোস্তফা ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য নূর আলমকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে আদালতে হাজির করেন। তবে এদিন আদালতে মূল নথী না থাকায় ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান রিমান্ড শুনানির জন্য আগামীকাল সোমবার ধার্য করেন। একইসঙ্গে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আদালতের ঢাকা জেলা কোর্ট ইন্সপেক্টর মো.আসাদুজ্জামান এসব তথ্য জানান।
গত ২৫ জুন দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকা থেকে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করে পুলিশ। লাশের পরিচয় নিশ্চিত হওয়ার পর ওইদিন রাতে নিহত ব্যক্তির ছেলে আতিকুজ্জামান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
ওই ঘটনায় নিহত ইউনূস হাওলাদারের বাড়ির ভাড়াটে ওহিদ সুমন (২৭) ও যাত্রাবাড়ী এলাকার ছাবের ওরফে শামীমকে (৪৩) গ্রেফতার করে পুলিশ। পরে ওহিদ সুমন আদালতে খুনের দায় স্বীকার করে জবানবন্দি দেয়। খুনের পরিকল্পনাকারী এএসআই নূর আলমের কথা জবানবন্দিতে বলে সে। গতকাল শনিবার রাতে নূর আলমকে গ্রেফতার করে কেরানীগঞ্জ থানা পুলিশ।