বেগম রোকেয়া ছিলেন বাঙালীর নারী জাগরণে পথ প্রদর্শক : ইউএনও হাসান

0
615

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: নারীরা আজ সমাজে পিছিয়ে নেই,তারা সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় থেকে দেশের কল্যানে কাজ করছে। বেগম রোকেয়া সাখাওয়াত আমাদেরকে সেই পথই দেখিয়ে গেছেন।
আজ জাতীসংঘেও দু’জন বাঙালী নারী মর্যাদার সহিত অবদান রাখছে।

বেগম রোকেয়া দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান একথা বলেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা মাহফুজ আলম, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন প্রমুখ।উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র পরিচালনায় অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার মধ্যে পাঁচজন শ্রেষ্ট জয়িতার মাঝে সন্মাননা সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়।