“বিশ্বমঞ্চে সাদাত রহমান”

0
481

টাইমস ডেস্ক: শিশুদের নোবেল পুরস্কার খ্যাত “আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার” অর্জন করেছেন বাংলাদেশের কিশোর সাদাত রহমান। সাইবার বুলিং ও সাইবার ক্রাইম থেকে শিশু-কিশোরদের রক্ষায় অবদানের জন্য সে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার অর্জন করেছে।
সে ‘সাইবার টিনস’ নামক অ্যাপ তৈরী করেছে। এর মাধ্যমে সাইবার বুলিং বা অনলাইনে হুমকি ও হয়রানিমূলক আচরণ সম্পর্কে তরুণদের শেখানো হয়। ১৭ বছর বয়সের এই কিশোর এর তৈরী এই অ্যাপ এখন পর্যন্ত ব্যবহার করেছে ১৮০০ কিশোর।
নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই সাদাত রহমানকে তরুণদের জন্য ‘অনুপ্রেরণা’ হিসেবে আখ্যা দিয়েছেন। এই অসামান্য কৃতিত্বের জন্য ক্রিয়েটিভ আইটি পরিবারের পক্ষ থেকে সাদাত রহমানকে অনেক অনেক অভিন্দন ও শুভেচ্ছা। তার সামনের পথচলা আরো সাফল্যময় হয়ে উঠুক এই কামনা করছি।