বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাক্টিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ) খুলনা শাখার উদ্যোগে এক বৈজ্ঞানিক সেমিনার গত ১৪ই সেপ্টেম্বর-২০১৮ শুক্রবার অনুষ্ঠিত হয় স্থানীয় একটি অভিজাত হোটেলে। সেমিনারের প্রতিবাদ্য বিষয় হল “POLYMERASE CHAIN RECATION (PCR)-A MODREN DIAGNSTIC TOOL” এ পেপারটি উপস্থাপন করেন ডা. নুরসারাত আহমেদ, সহকারী অধ্যাপক, মাইক্রোবায়োলজী এন্ড ইমিউনোলজী বিভাগ, গাজী মেডিকেল কলেজ, খুলনা।
সেমিনারের চেয়ারপারসন ছিলেন প্রফেসর ডা. মনি মোহন সাহা, প্রাক্তন প্রফেসর ও বিভাগীয় প্রধান, প্যাথলজী বিভাগ, খুলনা মেডিকেল কলেজ, খুলনা এবং প্রফেসর ডা. মো: আশরাফুজ্জামান হিরু, প্রফেসর অব মাইক্রোবায়োলজী, খুলনা সিটি মেডিকেল কলেজ, খুলনা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিপিএমপিএ, খুলনা শাখার বিজ্ঞান বিষয়ক সম্পাদক, ডা. কাজি হাফিজুর রহমান।
আলোচনায় অংশগ্রহন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা জেলা শাখার সভাপতি, ডা. গাজী মিজানুর রহমান, ডা. আর. কে নাথ, ডা. মো. বোরহান উদ্দিন আহমেদ, ডা. এম. আর. খান, ডা. মো. মোস্তফা কামাল, সহ-সভাপতি বিপিএমপিএ, খুলনা শাখা, সাধারণ-সম্পাদক ডা. মো. সওকাত আলী লস্কর, কোষাধ্যক্ষ ডা. এম. এ. হান্নান, যুগ্ম-সম্পাদক ডা. বঙ্গ কমল বসু, সাংগঠনিক সম্পাদক ডা. মো. মামুনুর রশীদ, দপ্তর-সম্পাদক ডা. এম. বি. জামান, প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. গৌতম রায়, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক ডা. মো. মাহমুদ হাসান লেনিন, সমাজ কল্যান সম্পাদক ডা. মো. আব্দুস সবুর, সাংস্কৃতিক সম্পাদক ডা. অপু লরেন্স বিশ্বাস, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. শাহীন নওরোজী, কার্যকরী পরিষদের সিনিয়র সদস্যগণ ডা. মো. শরাফত হোসেন, ডা. মো. বজলুল হক, ডা. মো. সোলায়মান, প্রফেসর ডা. মনোজ কুমার বোস, ডা. সৈয়েদা জাহানারা মাহমুদ, ডা. মোল্লা হারুন-অর-রশীদ, ডা. কানিজ ফাহমিদা, ডা. মো. মোয়াজ্জেম হোসেন, ডা. মো. রিয়াজ শাহীদ দিপু, ডা. স্বপন কুমার হালদার, ডা. চন্দন কুমার সাহা, ডা. বিশ্বজিৎ সরকার ও ডা. মো. মোস্তফা-আল-মামুন সহ সরকারি-বেসরকারি বিপুল সংখ্যক চিকিৎসকবৃন্দ। বিজ্ঞপ্তি