বিটাক কর্মচারী ইউনিয়নের সভাপতি ফজলুর : সম্পাদক মতিন

0
433

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি :
খানজাহান আলী থানাধীন শিরোমনি শিল্পাঞ্চালের বিটাক কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন বৃহস্পতিবার শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে জনকল্যাণ পরিষদের ফজলু-মতিন পরিষদ পুর্ণ প্যানেলে জয়লাভ করেছে। নির্বাচন কমিশন সুত্রে জানাগেছে, বিটাক কর্মচারী ইউনিয়নের ৫টি পদে ফজলু- মতিন এর জনকল্যান পরিষদ এবং কাদের-মাসুদ এর একতা পার্টি দুটি প্যানেলে বিভক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহন করেন। নির্বাচনে জনকল্যাণ পরিষদের সভাপতি পদে মোঃ ফজলুর রহমান(২৯) সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন(২৯) সহ-সভাপতি পদে মোঃ মোস্তফা মোল্যা(৩০), সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ মুক্তাল হোসেন(২৯) এবং কোষাধ্যক্ষ পদে মোঃ আবু বক্কও সিদ্দিক(২৮) নির্বাচিত হয়েছেন। সকাল ৯টা থেকে ১২ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মোট ৪৭টি ভোটারের মধ্যে সকল ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেছেন। নির্বাচন পরিচালনা করেন, এম মোর্শেদ আলম, সহকারী ছিলেন আরিফুর রহমান ও মোঃ মনিরুজ্জামান সিকদার।