বিজয় দিবসে মরণনেশার বিরুদ্ধে শপথ শরণখোলা যুবলীগের

0
317

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
বিজয় দিবসে ব্যাতিক্রমি উদ্যোগ নিয়েছে বাগেরহাটের শরণখোলার যুবলীগ। বিজয়ের মাসে উপজেলা যুবলীগকে ধুমপানমুক্ত ইউনিট ঘোষনা করা হয়েছে। এ দিন সকাল ১০টায় উপজেলা যুবলীগের আহবায়ক ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলনের নেতত্ব বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।


শোভাযাত্রা শেষে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর শরণখোলা প্রেসক্লাব চত্বরে এক সমাবেশ উপজেলার চারটি ইউনিয়নের নেতাকর্মীরা সমবেত হয়ে ধুমপান ও নেশার বিরুদ্ধে শপথ গ্রহন করেন। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম সাইফুল ইসলাম খোকন সমাবেশে প্রধান অতিথি হিসেবে এ শপথবাক্য পাঠ করান।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, কৃষকলীগের সভাপতি এম ওয়াদুদ আকন, স্বেচ্ছাসবক লীগের আহবায়ক রোকনুজ্জামান বিপ্লব, যুবলীগ নেতা শামীম মুন্সী, জিয়া তালুকদার, মাসুম তালুকদার, সাজ্জদুর রহমান কবির জমাদ্দার, ইমরান হোসেন রাজিব, ছাত্রলীগ নেতা আসাদ হাওলাদার প্রমূখ। ##