টাইমস্ ডেস্ক:
চট্টগ্রামের বাশঁখালীতে পণ্যবাহী চলন্ত ট্রাকে যান্ত্রিক ক্রুটির কারণে হঠাৎ লাগা আগুন পুড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। সোমবার দুপুরে উপজেলার শেখেরখীল রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মোটরসাইকেল আরোহী নুর হোসেন (২৮) নামে একজনের পরিচয় পাওয়া গেলেও ট্রাক চালক ও হেলপারের পরিচয় পাওয়া যায়নি।
বাঁশখালী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নুরনবী বলেন, আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।