বারাকপুর কনা চারুকলা ইনিষ্টিটিউটের শুভ উদ্বোধন

0
514

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি : বারাকপুর মাধ্যমিক বিদ্যালয় অডিটরিয়ামে কনা চারুকলা ইনিষ্টিটিউট এর শুভ উদ্ভোধন শুক্রবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয় । উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২ নং বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গাজী জাকির হোসেন। আমস্ত্রীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিসেস আফিয়া সুলতানা কাকলী। বারাকপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক অঞ্জন কুমার কুন্ডু এর সভাপতিত্বে বক্তৃতা করেন কনা চারুকলা ইনিষ্টিটিউট এর পরিচালক মোঃ শরিফুল ইসলাম, কনা চারুকলা ইনিষ্টিটিউট এর শিক্ষক মোঃ জাহদি হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ ওয়াহিদ মোড়ল রনি। অনুষ্ঠান শেষে কনা চারুকলা ছাত্র- ছাত্রিদের মাঝে চারুকলার খাতা ও পেন্সিল বিতরন করা হয় ।